নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদের আয়োজনে, গোপালপুর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় (৯ মে )রোজ বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, প্রথমে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গনদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ও দ্বিতীয় পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২ মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, নবনির্বাচিত টানা তিনবার উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, পৌর মেয়র রফিকুল হক ছানা, নবাগত এসিল্যান্ড রেজা গোলাম মাসুম প্রধান, টাঙ্গাইল চেম্বার অফ কমার্স এর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমেন, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, ভূঞাপুর উপজেলা ও ঘাটাইল উপজেলা থেকে আগত মেহমান বিন্দৃ ও উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজ।