আবারও সমস্যা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শনিবার (২৫ জানুয়ারি) রাত সোয়া এগারোটা থেকে হঠাৎ বন্ধ হয়ে গেছে ফেসবুকের সব নোটিফিকেশন। ফেসবুক এপটিতে নোটিফিকেশন বারে গেলে দেখাচ্ছে নো নোটিফিকেশন। এতে করে আর কোনো একটিভিটিরই পরের ধাপ জানা যাচ্ছে না।এর আগেও ফেসবুকের কভার ফটো নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। কেউ কভার ফটো আপলোড দিলে তা কারো হোম পেজে যাচ্ছিল না। এবার নতুন সমস্যা দেখা দিল নোটিফিকেশনে।
আজকের টাঙ্গাইল
সিলেট বিছনাকান্দিতে বোমা মেসিন ও ফেলুটার দিয়ে পাথোর উত্তোলন
সিলেট প্রতিনিধি :
ইকোপার্ক নির্মানের জন্য সনাতন পদ্ধতিতে পাথোর উত্তোলনের কথা থাকলেও প্রশাসনের চোখ ফাকি দিয়ে ক্ষমতার বলে বোমা মেসিন ও ফেলুটার দিয়ে পাথোর...
ওসমানীতে উড্ডয়নের পর বিমানে বিকট শব্দ, আতঙ্ক
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাগামী একটি বিমানের চাকা ফেটে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে বিমনাটি নিরাপদেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ...
ডাকসু নির্বাচনে সমাজ সেবা সম্পাদক পদে মনোনীত হয়েছেন শমশেরনগরের সন্তোষ রবিদাস অঞ্জন
শমশেরনগরের সন্তান সন্তোষ রবিদাস অন্জন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে 'সমাজ সেবা সম্পাদক' পদে মনোনিত হয়ে সকলের নিকট দোয়া ও আশির্বাদ চেয়েছেন। তিনি...