নাগরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ অাওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গয়হাটা ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করেছে।গতকাল সোমবার (২৭ জানুয়ারী) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর অাল মামুন ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের স্বাক্ষরিত বাংলাদেশ অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাগরপুর উপজেলা শাখার প্যাডে লিখিত ভাবে এ কমিটি ঘোষণা করে।
গয়হাটা ইউনিয়ন শাখার সভাপতি শেখ সম্রাট সাধারণ সম্পাদক মো.সজীব মিয়া। অন্যান্য হলেন – সহ-সভাপতি মো. ওয়ালিদ হোসেন রানা, মো. তোফায়েল আহমেদ মোস্তাক,মো.জামান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, মো.জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.অাল আমিন মিয়া,আসাদুজ্জামান সুমন।
নব গঠিত কমিটির সভাপতি শেখ সম্রাট বলেন, অামরা অামাদের উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় অামাদের সক্রিয় ভূমিকা রাখতে পারি ও গয়হাটা ইউনিয়নের প্রত্যেকটি ঘরে যেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা সঠিকভাবে পৌঁছে দিতে পারি- এজন্য অাপনাদের দোয়া ও সহযোগিতা চাই।