মো.নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের, ৩০ জানুয়ারী বৃহস্পতিবার হেমনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়, ২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি – ৩ প্রকল্পের আওতায় বিবিজি খাতের অর্থদ্বারা হেমনগর ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ মধ্যে প্রতিষ্ঠানের ৩০ জোড়া ব্রেন্চ ও ছাত্রীদের মধ্যে ২০ টি বাইসাইকেল বিতরণ করা হয়। হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়নের সচিব মো. আনোয়ার হোসেন, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বিন্দগন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।