আপন আর্য্য,
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতুতে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের চালক নওগা জেলার মোঃ রুবেল মিয়া(২৪) নিহত হয়েছে। বুধবার সকাল ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব সেতুর ভায়াডাক্ট অংশে এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় মোটরসাইকেলের আরেকজন আরোহী মোঃ সাজেদুল (২৮) গুরুতর আহত হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান,বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় টোল দিয়ে মোটরসাইকেলটি সেতু পাড় হওয়ার জন্য যাচ্ছিল। এসময় মোটরসাইকেলটি সেতুর পূর্ব ভায়াডাক্টে প্রবেশের সময় একটি কাভার্ডভ্যানে সাথে থাক্কা লাগে।এতে মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থলেই মারা যায়।এসময় সাথে থাকা আরেকজন গুরুতর আহত হয়।