মনিরুজ্জামান মনির।। চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে, টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুন্নবী সরকার ১১ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আলী আকবর জব্বার পেয়েছেন ৭ হাজার ৭৯ ভোট। এছাড়া আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হুমায়ুন খালিদ নারকেল গাছ প্রতীকে এ হাজার ৪৬০ ভোট, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের প্রার্থী জামিল আল মামুন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. হাসান হাসনাত মিশু মোবাইল ফোন প্রতীকে ৩০ ভোট পেয়েছেন।